Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৪:৩১

‌বান্দরবান: বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে বান্দরবানে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। বন্ধ ছিল বান্দরবান চট্টগ্রাম, বান্দরবান কক্সবাজার, বান্দরবান রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ।

ধর্মঘটেন কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। অনেকে নিজ গন্তব্যস্থানে যেতে না পেরে বাস স্টেশন থেকে ফিরে গেছেন। তবে বান্দরবানের অভ্যন্তরে চলছে ছোট-বড় যানবাহন।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী মনজু। এ সময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

দূরপাল্লার যানবাহন বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর