Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ শেখ জামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপেন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৩:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৪৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরসহ ১৫ আগস্টে সকল শহিদের কবরে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ।

রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা।

সারাবাংলা/আইই

শেখ জামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর