Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টির দেখা মিলতে পারে পয়লা মে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১০:১৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৩:৪৬

ঢাকা: চুয়াডাঙার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের আর বেশ কিছু জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী অন্তত পাঁচ দিন এমন উচ্চ তাপমাত্রা বিরাজ করবে। তবে পয়লা মে থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

রোববার (২৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। তবে এই তীব্র গরমের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে কমেছে রাজধানী ঢাকার তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ তাপপ্রবাহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর