জিম্মিদের মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ
২৮ এপ্রিল ২০২৪ ১৩:২৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৬:২১
গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচন ঘোষণার জন্য ইসরাইলজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাতে বিক্ষোভকারীরা রাজধানী তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ সাতজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, জেরুজালেমে এবং তেল আবিবের কাপলান স্ট্রিটে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়। দেশের অন্যান্য এলাকার পাশাপাশি হাইফাতেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তারা বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়।
শনিবার হামাসের কাসাম ব্রিগেড ইসরাইলি জিম্মিদের একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, অন্তত দুইজন ইসরাইলি জিম্মি তাদের মুক্ত করার জন্য আকুতি জানাচ্ছেন। তারা বলেছেন, ইসরাইলি অনবরত বোমাবর্ষণের মাঝে খুব কঠিন পরিস্থিতিতে বসবাস করছেন তারা। এই ভিডিও প্রকাশের পর ইসরাইলে জিম্মিদের মুক্তির জন্য দাবি আরও তীব্র হয়ে উঠেছে।
ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, ভিডিওটির প্রতিক্রিয়ায় জিম্মিদের পরিবার একটি বিবৃতিতে বলেছে, ইসরাইলকে অবশ্যই রাফায় আক্রমণ বা হামাসের সঙ্গে একটি চুক্তির মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। উল্লেখ্য, গাজার রাফা শহরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। যে কোনো সময় রাফায় আক্রমণ চালাতে পারে ইসরাইল। রাফায় অন্তত ১২ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে হামলা চালালে চরম মানবিক সংকট সৃষ্টি হবে বলে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল করতে রাফায় হামলা চালাতে বদ্ধপরিকর।
হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবারের সদস্যদের দাবি, যে কোনো মূল্যে তাদের মুক্তির ব্যবস্থা করা। যদি হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ করেও ইসরাইলিদের ফেরত আনা যায় তবে তাই করা। তেল আবিব বিশ্বাস করে, বর্তমানে হামাসের হাতে ১৩৪ ইসরাইলি জিম্মি রয়েছেন।
উল্লেখ্য যে, ইসরাইলের কারাগারে প্রায় ৯ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। গত ছয় মাসের যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সারাবাংলা/আইই