Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে নদীতে পড়ে নারী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২৩:২৮

বরিশাল: লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনা নদীতে পড়ে সালেহা বেগম (৫৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের হিজলা উপজেলার পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সালেহা বেগম উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর স্টেশন থেকে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে ভেড়ানো হয়। যাত্রী সালেহা বেগম পন্টুনের কিনারে দাঁড়ানো ছিলেন। লঞ্চটির ধাক্কায় ঝাকুনিতে পন্টুন থেকে নদীতে ছিটকে পড়েন তিনি। তাকে রক্ষায় আরেকজন নদীতে ঝাপিয়ে পড়লেও স্রোতের টানে তাকে ধরে রাখতে পারেননি।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/একে

নারী নিখোঁজ লঞ্চ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর