Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ফায়সাল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২২:৪৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:১৪

ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ‘কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি সেক্টর’ স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোয়েস্ট এক্সেসরিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল হোসেন। সম্প্রতি এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফায়সাল হোসেন একজন তরুণ সফল শিল্পোদ্যোক্তা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ফায়সাল হোসেন ২০২১-২২ অর্থবছরে তৃতীয় সেরা করদাতা হিসেবে সরকার ও এনবিআরের আয়কর পুরস্কার পান। এছাড়া তিনি বাংলাদেশ মেশিন মেড আরসিসি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশনের সঙ্গেও জড়িত আছেন।

বিজ্ঞাপন

ফায়সাল হোসেন বেশ কিছু কমিউনিটি ক্লাবের আজীবন সদস্য হিসেবে আছেন। এছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তার বাবা দেশের প্লাস্টিক সেক্টরের পুরোধা ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন।

ফায়সাল হোসেন এফবিসিসিআইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান কাজের সুযোগ করে দেওয়ার জন্য।

সারাবাংলা/ইএইচটি/এমও

এফবিসিআই ফায়সাল হোসেন