Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবিজ করে পাগল বানিয়েছে– সন্দেহ থেকে ‘বৈদ্যকে’ খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কুপিয়ে এক বৃদ্ধকে খুন করা হয়েছে, যিনি এলাকায় ‘বৈদ্য’ হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তাবিজ করে পাগল বানিয়ে দেয়ার অভিযোগ তুলে তাকে একই এলাকার আরেক বৃদ্ধ ব্যক্তি খুন করেছেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত নুর হোসেন (৮০) ফটিকছড়ির কাঞ্চনগর ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এলাকায় তিনি ‘নুর হোসেন বৈদ্য’ নামে পরিচিত ছিলেন। গ্রেফতার আবু তাহের (৬০) একই এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা সারাবাংলাকে বলেন, ‘রাত ১১টার দিকে বাজারে নুর হোসেনকে একা পেয়ে গলায় ও শরীরের বিভিন্নস্থানে দা দিয়ে আঘাত করেন আবু তাহের। ‍গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা দ্রুত বাজারে যাই।’

গ্রেফতারের সময় আবু তাহের দা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন জানিয়ে ওসি বলেন, ‘খুনের পর বাজারে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে বসে ছিল আবু তাহের। আমরা যখন সেখানে যাই, দা নিয়ে আমাদের ওপর হামলা করতে উদ্যত হয়। গ্রেফতার করতে গেলে নিজেকে কুপিয়ে শেষ করে দেবে- এমন হুমকি দেওয়াসহ মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির মতো আচরণ শুরু করে। পরে আমরা দরজা ভেঙ্গে কৌশলে তার হাত থেকে দা সরিয়ে নিয়ে তাকে গ্রেফতার করি।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আবু তাহেরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি নুরুল হুদা জানান, নুর হোসেন ‘বৈদ্য’ তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক করতেন। আবু তাহেরের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু একসময় তার সন্দেহ হয়, নুর হোসেন তাকে তাবিজ করে পাগল বানিয়ে রেখেছে।

বিজ্ঞাপন

‘নিজেকে পাগল ভেবে নিয়ে বেশ কিছুদিন ধরে নুর হোসেনকে শায়েস্তা করার ‍উপায় খুঁজছিলেন আবু তাহের। শেষপর্যন্ত বাজারে তাকে একা পেয়ে দা নিয়ে হামলা করে,’ – বলেন ওসি

এ ঘটনায় নুর হোসেনের পরিবারের দায়ের করা মামলায় আসামি আবু তাহেরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/ইআ

কুপিয়ে হত্যা টপ নিউজ সন্দেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর