Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান সরকারের আমলে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সব দিকেই এগিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০৯:৩৬

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়ন হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের অধীনে তা বাস্তবায়ন হচ্ছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সপ্তম মহাসম্মেলন ও কাউন্সিল শেষে নতুন কমিটির ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল বলেন, বর্তমান সরকারে আমলে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে পার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি উন্নয়ন কার্যক্রম সম্পাদিত হচ্ছে। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সব দিকেই অনেক দূর এগিয়েছে। বর্তমান আধুনিক সমাজেও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় তাদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখেছে। এজন্য এটি প্রশংসার দাবিদার।

এদিন, পাহাড়ে বসবাসরত তঞ্চঙ্গ্যাদের নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার’ নতুন কমিটি গঠিত হয়। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদারকে সভাপতি, মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক এবং নাজিব কুমার তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে বসবাসরত তঞ্চঙ্গ্যা সদস্যরা বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার নতুন কমিটিতে স্থান পান। নতুন কমিটি আগামী তিন বছর দায়িত্বপালন করবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা।

বিজ্ঞাপন

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে সদস্য নাজিব কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হকসহ আরও অনেকে। এতে শুভেচ্ছা বক্তব্য দেন তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা। পরে তঞ্চঙ্গ্যা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর