আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ০৮:১৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১১:০৯
২৭ এপ্রিল ২০২৪ ০৮:১৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১১:০৯
ঢাকা: গ্যাস পাইপলাইন জরুরি মেরামত কাজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়। ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না। এলাকাগুলো হলো— রাজধানীর শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইপার ও কদমতলী।
তিতাস বলছে, এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস।
সারাবাংলা/জেআর/টিআর