Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০ হাজার দিরহাম পাচারের চেষ্টা, বিমানযাত্রী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ০০:০৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা ৯০ হাজার দিরহাম উদ্ধার হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় প্রায় ২৭ লাখ টাকা সমমূল্যের। এসব মুদ্রার বাহক শারজাহগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশির সময় ওই যাত্রী ধরা পড়ে।

বিজ্ঞাপন

গ্রেফতার মোহাম্মদ কায়সার হামিদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EG0402925। বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, কায়সার হামিদ এয়ার এরাবিয়ার G9-521 ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানটি রাত ৮টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

কায়সার হামিদকে তল্লাশির সময় ৯০ হ্জার দিরহাম পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী একজন যাত্রী ১ বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যেতে পারেন। কিন্তু এর বেশি বিদেশি মুদ্রা নেওয়ার চেষ্টা করায় তাকে গ্রেফতার করা হয়।

প্রতি দিরহাম ৩০ টাকা দরে জব্দ বিদেশি মুদ্রায় ২৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে যাত্রী কায়সার হামিদের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

টপ নিউজ দিরহাম বিমানযাত্রী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর