Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহ থাকবে আরও দুদিন, গরমে বাড়বে অস্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৪ ২০:১২

ঢাকা: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বিরাজমান তাপপ্রবাহ (মৃদু থেকে তীব্র) রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময়ে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল থেকে আগামী তিন দিনের আবহাওয়া বার্তায় বলা হয়, চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়।

এর আগে, গতকাল তৃতীয় দফায় ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

আবহাওয়া গরম টপ নিউজ তাপমাত্রা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর