Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইওভারের নিচে নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৪ ২০:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ময়লার স্তূপ থেকে এক নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপরিণিত অবস্থায় জম্মানোর কারণে ওই নবজাতকের মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বহদ্দারহাটে ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

চান্দগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, ‘দুপুরের দিকে পুলিশ খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তা এখনও জানা যায়নি। গর্ভপাত ঘটানোর কারণে অপরিণত অবস্থায় নবজাতকটি মৃত প্রসব হয়েছে বলে আমরা ধারণা করছি। নবজাতকটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমও

নবজাতক নবজাতকের মরদেহ ফ্লাইওভার মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর