বাচ্চাদেরও আগুনে পুড়িয়ে মারতে চাচ্ছে সরকার: রিজভী
২৬ এপ্রিল ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০০:১৭
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাস্তা-ঘাট এত উত্তপ্ত যে, মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। এর মধ্যেই স্কুল-কলেজ শনিবারেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ বাচ্চাদেরও সরকার আগুনে পুড়িয়ে মারতে চাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা পাকিস্তান আমলেও গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম। অথচ এই সরকার রমজান মাসেও ১৫ দিন স্কুল খোলা রেখেছিল। গণ দুশমন সরকার না হলে এটা করত না, গণবিরোধী সরকার না হলে এই নীতি গ্রহণ করত না।’
শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানী ফকিরাপুল বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশে এখন উত্তপ্ত আগুনের মতো পরিবেশ। এই উত্তপ্ত গরমে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এটার জন্য একমাত্র দায়ী এই গণবিরোধী সরকার। এরা নদী রক্ষা করতে পারেনি, ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার কিছুই করছে না।’
‘বিশেষজ্ঞতারা বলেছিলেন- কয়লা পুড়িয়ে তাপকেন্দ্র করলে দেশের কোনো লাভ হবে না। দেশের গাছ, মাছ, ফসল পুড়ে যাবে। কুয়াকাটায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছে, যার কারণে সমুদ্র পারে নারিকেল গাছে নারকেল ধারে না, ফসল হয় না। আমাদের নিঃশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। উজার করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি করেছে গণবিরোধী সরকার। তাই আজ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ’— বলেন রিজভী।
তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে নদী খাল বিল দিয়ে ভরা। কিন্তু সেই নদী খাল বিল ভরাট হয়ে যাচ্ছে। সারাদেশ গরমে উত্তপ্ত হয়ে পড়েছে। ৪১ ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে ৪৩ বা ৪৪ ডিগ্রি তাপমাত্রা। এরকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনও পড়েনি। সাহারা মরুভূমির গরমের মত অনুভূতি হচ্ছে। যে দেশে এত গাছপালা এত নদী খাল সেই দেশে এরকম গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, নদী ভরাট করার নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
রিজভী বলেন, ‘আমার দেশের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। লালমনিরহাট এখন কসাইখানা। একদিন পরপর বিএসএফ বাংলাদেশের মানুষদের গুলি করে হত্যা করছে। সেইখানে শেখ হাসিনার প্রতিবাদ নাই। সেইখানে তিনি মাথা নিচু করে থাকেন। আর দেশের মানুষকে তিনি দম বন্ধ করে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করছেন।’
বিএনপি যেকোনোভাবে ক্ষমতা দখল করতে চায়— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আমরা দখল করতে যাব কেন? দখল তো আপনারা করে রেখেছেন। জনগণ ছাড়া, ভোট ছাড়া ক্ষমতা দখল করে রেখেছেন। দেশের জনগণ চায় আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত এ সরকারের পতন হোক।’
ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যদি ক্ষমতা না ছাড়েন বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, গরমে পুড়ে মরবে, মানুষ চাল-ডাল, চিনি-লবণ পাবে না। দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের মানুষ ধুকে ধুঁকে মারা যাবে। এইজন্য দেশের জনগণ চায় এই সরকারের বিদায়। এই সরকারের পদত্যাগের মাধ্যমেই দেশের জনগণ মুক্তি পাবে।’
এসময় পথচারী রিকশা চালকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রিজভী।
অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সারাবাংলা/এজেড/এমও