Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণমানুষের জন্যই জাতীয় পার্টির রাজনীতি’


২৫ এপ্রিল ২০২৪ ২১:১৪

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এমপি বলেছেন, গণমানুষের জন্যই জাতীয় পার্টি রাজনীতি করে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দলের বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যানের নবনিযুক্ত উপদেষ্টা মেজর সিকদার আনিসুর রহমান (অব.) আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান এ সময় পার্টিকে আরও সংগঠিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘গণমানুষের জন্যই জাতীয় পার্টির রাজনীতি। আমরা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম, প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি মেহেদী হাসান শিপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।

গণমানুষ জিএম কাদের রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর