Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৪ ১৯:৩২

মানিকগঞ্জ: জেলার হরিরামপুরে ছুরিকাঘাতে হাবিনুর (২২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নুর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিনুর বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েক কিশোর ও যুবকের বাকবিতণ্ডা হয়। সেই পূর্ব শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে দুপুরে বাস্তা নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, পূর্ব শত্রুতার জেরে দুপুরে হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে হাবিনুর গুরুতর আহত হন। পরে তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

ছুরিকাঘাত নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর