কঠিন হলেও ব্রাজিল থেকে গরু আনা সম্ভব: রাষ্ট্রদূত
২৫ এপ্রিল ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২০:১৭
ঢাকা: কঠিন হলেও ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল গরুর মাংস রফতানি করে থাকে। এটা বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্য হতে পারে। এর মধ্যে দিয়ে উভয় পক্ষই লাভবান হবে। ব্রাজিল থেকে বাংলাদেশের ভৌগলিক দূরত্ব অনেক বেশি। সেখান থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও সম্ভব।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ব্রাজিলকে জীবন্ত গরু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ব্রাজিল গরুর মাংস দিতে আগ্রহ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিকাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।
সারাবাংলা/ইএইচটি/আইই