Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৭:২১

ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে হিট স্ট্রোকে ঋতু সুলতানা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক মনির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঋতু সুলতানা উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো. ইসমাইলের মেয়ে। সে স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

বিজ্ঞাপন

ঋতু সুলতানার বাবা ইসমাইল জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঋতু অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে বাড়িতে নিয়ে আসেন। পরে গ্রাম্য চিকিৎসক ধারণা করেন প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শিক্ষক মনির হোসাইন বলেন, ঋতুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছয়ানী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার মৃত্যুর সংবাদে তার সহপাঠী,শিক্ষকরা তার বাড়িতে ছুটে যান। কোনভাবেই তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ নোয়াখালী মৃত্যু শিক্ষার্থী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর