Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার ও পানীয় নিয়ে পথচারীর পাশে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৪ ০১:৪৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০২:০৯

বুধবার পথচারীদের মধ্যে সুপেয় পানি, স্যালাইন ও বিস্কুট বিরতণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। ছবি: ডিএমপি

ঢাকা: চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। ঠিক এই সময়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় ঢাকার ৫০টি থানার বিভিন্ন জনবহুল স্থানে পথচারী ও তৃষ্ণার্তদের মধ্যে ট্রাফিক ওয়ারী বিভাগ সুপেয় পানি, খাবার স্যালাইন ও বিস্কুট সরবরাহ করছে।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

ট্রাফিক-ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ‘আমরা ওয়ারী-ট্রাফিক বিভাগ ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় অসহায় ও তৃষ্ণার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তৃষ্ণার্ত মানুষকে সুপেয় পানি, খাবার স্যালাইন ও বিস্কুট দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।’

সারাবাংলা/আরএফ/টিআর

ট্রাফিক-ওয়ারী ডিএমপি ডিসি আশরাফ ইমাম