Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে যমুনা লাইফের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৪ ০০:৩০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০০:৩৭

কক্সবাজার: যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) কক্সবাজারের স্থানীয় একটি আবাসিক হোটেলের হলরুমে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ছাবেদুর রহমান এবং অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বদরুল আলম খান বলেন, ‘২০২৪ সালে ৮০ কোটি টাকা ব্যবসা অর্জনের লক্ষ্যে গ্রাহক সেবা দ্রুতকরণের প্রত্যয় নিয়ে কর্মীদের এগিয়ে যেতে হবে। এ ছাড়া, বিমাদাবি পরিশোধেও কর্মীদের কাজ করতে হবে।’

সারাদেশ থেকে আগত ব্যবসা লক্ষ্যমাত্রা পূরণকারী প্রায় ৩০০ কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলন আয়োজন করা হয়।

সারাবাংলা/পিটিএম

কর্মী সম্মেলন বদরুল আলম খান যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর