Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচারের সময় সোনার বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৯:৫০

জয়পুরহাট: ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জব্দ করা সোনার ওজন ১ কেজি ৬৫০ গ্রাম। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা। আটক মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

চোরাকারবারি আটক সোনার বার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর