Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী ধর্ষণচেষ্টায় মাদরাসা শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৬:০৯

নওগাঁ: নাবালিকা এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন।

কারাদণ্ড ছাড়াও আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ নির্যাতিত শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার ৯ বছর বয়সী ওই একই গ্রামের মাদরাসা শিক্ষক আবুল হাসানের (২৫) কাছে আরবি পড়তো। এরই ধারাবাহিকতায় গত ২০২১ সালের ২৯ মে সকাল ৬টায় আরবি পড়তে শিক্ষক আবুল হাসানের বাড়িতে যায়। সে সময় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

ওই ছাত্রীর মা বাদী হয়ে বদলগাছী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আদালত এখন পর্যন্ত মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক বুধবার দুপুরে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট আজিজুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামলা পরিচালনা করেন।

সারাবাংলা/এমও

কারাদণ্ড মাদরাসা শিক্ষক শিক্ষার্থী ধর্ষণচেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর