Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৫:৩৮

ঢাকা: রাজধানীর আদাবর থানার মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদের বাসার সামনে ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, হাউজিংয়ের মুক্তাগাছা ভবনের গেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভবনটির পাঁচতলায় তিতাসের এমডি হারুনুর রশীদ পরিবার নিয়ে থাকেন।

তিতাসের এমডি প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে এই ভবনের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।’

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনা শুনেই সেখানে আমাদের পুলিশ পরিদর্শক (অপারেশন) গিয়েছিলেন। আমরা কাজ করছি। পুরো বিষয় পরে বলা যাবে।’

সারাবাংলা/ইউজে/এমও

ককটেল ককটেল বিস্ফোরণ তিতাস তিতাসের এমডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর