কক্সবাজারে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
২৪ এপ্রিল ২০২৪ ১১:৫৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১২:০০
কক্সবাজার: চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল সংশ্লিষ্টদের ধারণা, গরমসহ নানা কারণে রেল লাইন অবস্থান থেকে সরে দিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, চট্টগ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ৭টায় ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনটি কক্সবাজারের পথে রওনা দেয়। এটি চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন পার হতেই ট্রেনের শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ১১টি বগি ছিল।
গোলাম রব্বানী বলেন, বগি লাইনচ্যুত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে।
সারাবাংলা/টিআর