সাকিব-মোস্তাফিজকে ক্যাম্পে না রাখার কারণ জানালেন লিপু
২৩ এপ্রিল ২০২৪ ২০:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ২২:৪৯
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। ১৭ জন সদস্যকে নিয়ে শুরু হওয়া ক্যাম্পে পরিচিত মুখের সবাই থাকলেও ছিলেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ক্যাম্পে এই দুই ক্রিকেটারের না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সাকিব। তবে ক্যাম্পে যোগ না দিলেও জিম্বাবুয়ে সিরিজে খেলবেন মোস্তাফিজ, এমনটাই বলছেন লিপু।
সাকিব এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা সাকিবের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব। লিপু জানিয়েছেন, আসন্ন এই সিরিজে নাও খেলতে পারেন সাকিব, ‘সাকিবের সাথে যোগাযোগ করা হয়েছে। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবে। ডিপিএলে একটি-দুটো ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তারপর আমাদের দলের সাথে যোগ দেবে সে। ম্যানেজমেন্ট যেভাবে চায়, সে সেভাবে চায় সেভাবে হবে। তারপরও আমরা চাইব ৫ ম্যাচের টি-২০ সিরিজে শেষের দিকে যেন খেলার সুযোগ পায়।’
সাকিব না খেললেও মোস্তাফিজ আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ে সিরিজে খেলবেন বলেই জানালেন লিপু, ‘প্রথম ম্যাচে মোস্তাফিজের না খেলার সম্ভাবনা বেশি। দেশে ফেরার পর মেডিক্যাল টিমের সাথে তার কিছু কাজ রয়েছে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, কথা বলে দেখব তার সাথে। তবে আমার মনে হয় প্রথম ম্যাচে সে থাকছে না।’
জিম্বাবুয়ে সিরিজের ঠিক পরপরই শুরু হবে টি-২০ বিশ্বকাপের ডামাডোল। লিপু তাই আসন্ন বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন। লিপু বলছেন, জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমেই বিশ্বকাপের দল গুছিয়ে নেওয়ার চেষ্টা থাকবে তাদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটের বড় টুর্নামেন্টের আগে আমরা বেশি সময় পাইনা। আমরা এবার সর্বোচ্চ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করব। এক তারিখের মধ্যে টিম জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই দলটাই যে বিশ্বকাপের দল হবে এমন কথা নেই। অনেক কিছুই হতে পারে। তবে কাছাকাছি একটা দল হবে। এটা বোর্ডের ব্যাপার। তারা সেটা প্রকাশ করবে। তবে দলটা দিয়ে দেওয়া দরকার। জিম্বাবুয়ের সিরিজের পর যুক্তরাষ্ট্রের সাথে তিনটি ম্যাচ আছে। এরপর আমরা বিশ্বকাপের দিকে ঢুকে যাব। তাই এই ফরম্যাটে কীভাবে আমাদের এগুতে হবে সেটার পরিকল্পনা করতে হবে।’