Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৮:০৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৯:০০

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় আগামী ৫ জুন ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির ৩২তম সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা ভোটের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করে বলেন, ‘আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোট হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে। ফলে মোট ৫৫ উপজেলায় ভোট।’

তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

ইসি সচিব বলেন, ‘চতুর্থ ধাপে নয়টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালট ভোট নেওয়া হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপ ভোট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর