শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৪:০৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৫
২৩ এপ্রিল ২০২৪ ১৪:০৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৫
ঢাকা: রাজধানীর শ্যামবাজার লঞ্চঘাটে ‘এমভি বাঙালি’ নামে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ১২টা ৪৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, শ্যামবাজার ঘাটে নদীর মাঝখানে থাকা একটি লঞ্চে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। লঞ্চটির তিন তলায় আগুন লেগেছিল।
তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/এমও