রেকর্ড ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার
২৩ এপ্রিল ২০২৪ ০৯:২৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১২:৪৩
সিরি আর এবারের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত ছিল তাদের। ইতালিয়ান লিগের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা ইন্টার মিলান সারল মিলান ডার্বিতেই। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ৫ ম্যাচ হাতে রেখেই রেকর্ড ২০তম শিরোপা জয়ের উল্লাসে ভেসেছে ইন্টার। এই জয়ে লিগ শিরোপার ক্ষেত্রে এসি মিলানের চেয়েও এগিয়ে গেল তারা।
সবশেষ ২০২১ সালে আন্তোনিও কন্তের অধীনে লিগ জিতেছিল ইন্টার। পরের দুই মৌসুমে এসি মিলান ও নাপোলির সামনে সুবিধা করতে পারেনি তারা। এবারের মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে সবার ধরাছোঁয়ার বাইরে ছিল ইন্টার। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান ও তৃতীয় স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে বরাবরই অনেক পয়েন্টের ব্যবধান রেখে শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিল সিমোনে ইনজাগির দল।
তবে ইন্টার তাদের শিরোপা নিশ্চিত করেছে দারুণ এক দিনে। মিলান ডার্বির ১১৬ বছরের ইতিহাসে এর আগে কখনোই এমন দিনে নির্ধারিত হয়নি শিরোপা। সান সিরোর ডার্বিতে মিলানকে ২-১ গোলে হারিয়ে লিগ জয় নিশ্চিত করে ইন্টার। শিরোপা জয়ের পর আনন্দে উচ্ছ্বসিত ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ বলছেন, দুর্দান্ত পারফরম্যান্সেই যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছেন তারা, ‘আমরা অনেক কষ্ট করেছি। আমরা যোগ্য দল হিসেবেই শিরোপা ঘরে তুললাম। আনন্দে সবার মতো আমারও কান্না আসছে। দারুণ একটা মৌসুম কেটেছে। আমরা আরও ট্রফি জিততে চাই।’
২০১০ সালের পর এটি ইন্টারের তৃতীয় শিরোপা। মাঝে জুভেন্টাসের একক দাপটে এক রকম হারিয়েই গিয়েছিল ইন্টার। এবার ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আগেভাগেই শিরোপা নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট সমান ম্যাচে ৬৯। এখন পর্যন্ত লিগে টানা ২৭ ম্যাচে অপরাজিত আছে ইন্টার।
এই জয়ে নিজেদের ২০তম সিরি আ শিরোপা জিতল ইন্টার। এতদিন এসি মিলানের সাথে যৌথভাবে ১৯ট্রফি জয়ের রেকর্ড ছিল তাদের। এবার নগর প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেলেন তারা। ইন্টারের সামনে এখন রয়েছে শুধু জুভেন্টাস। ইতালিয়ান লিগের ইতিহাসে সর্বোচ্চ ৩৬ বার লিগ জিতেছে তারা।
সারাবাংলা/এফএম