Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনে বড় পদোন্নতি, অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ২১:০৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ২৩:০৯

ঢাকা: নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মাথায় প্রশাসনে বড়ধরনের পদোন্নতি দেওয়া হলো। একসঙ্গে ১২৭ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করে [email protected] ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হলো।

বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। এর সঙ্গে আরও নতুনভাবে পদোন্নতি পেয়ে যুক্ত হলেন ১২৭ কর্মকর্তা।

গত বছরের মে মাসে প্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল।

নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। তার পর পৃথক আদেশে তাদের পদায়ন করা হবে।

উল্লেখ্য, প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে এই পদোন্নতি দেওয়া হলো।

সারাবাংলা/জেআর/পিটিএম

অতিরিক্ত সচিব টপ নিউজ পদোন্নতি প্রশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর