Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার দুই উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের ৯ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১০:২৬

চুয়াডাঙ্গা: দেশজুড়ে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই ধাপে চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রোববার (২১ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৪ জন এবং আলমডাঙ্গা উপজেলা থেকে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা জানান, ভাইস চেয়ারম্যান পদে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে আলমডাঙ্গা উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা আওয়াম লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাতিজা নঈম হাসান জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক।

আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোমিন চৌধুরী ডাবু ও সাবেক ছাত্রলীগ নেতা কে এম মঞ্জিলুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা চেয়ারম্যান পদ দুই উপজেলা