Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছে ধাক্কা লেগে উড়ে গেল বাসের ছাদ, নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ০৯:৫৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১২:৩৬

সিরাজগঞ্জ: শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা থেকে ঢাকাগামী ‘সি লাইনে’র একটি বাস সড়কের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এসময় বাসের পুরো ছাদটি উড়ে যায়।

এঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসের পুরো ছাদটি উড়ে যায়। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় ৮জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়।’

আহত বাকি ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান হাইওয়ে থানা পুলিশের এই পরিদর্শক।

সারাবাংলা/এমও

টপ নিউজ সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর