চট্টগ্রামে ভবন থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু
২১ এপ্রিল ২০২৪ ২৩:৫১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ০০:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই শ্রমিক সেখানে রঙের কাজ করছিলেন।
রোববার (২১ এপ্রিল) সকালে কোতোয়ালি থানার আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাহাঙ্গীর (৪৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, আন্দরকিল্লা এলাকায় একটি ভবনের বাইরে রঙ করার সময় নিচে পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
ভবন মালিকের ছেলে রাজেশ কুমার দে সারাবাংলাকে বলেন, ‘আমি নাশতা করছিলাম। এমন সময় ওপর থেকে নিচে কিছু পড়ে যাওয়ার একটি আওয়াজ শুনি। তাড়াতাড়ি বের হয়ে দেখি এক শ্রমিক রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আমাদের ভবনে আরও এক শ্রমিক রঙের কাজ করছিলেন। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার আমাদের জানান, তিনি মারা গেছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
সারাবাংলা/আইসি/টিআর