Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনু মোহাম্মদের পরবর্তী চিকিৎসা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ২৩:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১০:৪২

ঢাকা: রাজধানীর খিলগাঁও ক্রসিংয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটাপড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের পরবর্তী চিকিৎসা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বোর্ড বসিয়ে করা হবে। সোমবার (২২ এপ্রিল) সকালে তাকে সেখানে নেওয়া হবে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২১ এপ্রিল) ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সোমবার অধ্যাপক আনু মোহাম্মদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। কারণ, উনার প্লাস্টিক সার্জারির চিকিৎসা লাগবে। সোমবার বেলা ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আনু মোহাম্মদের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান জানান, আজ দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। বাম পায়ের পাঁচটি আঙুল কাটাপড়ার কারণে সেখানকার চামড়া, টিস্যু ছিন্নভিন্ন হয়েছে। সেগুলো অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করে ক্লিন করেছেন চিকিৎসকরা। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। সেখান থেকে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়।

তিনি আরও জানান, তার অবস্থার কিছুটা উন্নতি হলে পায়ে বড়ধরনের অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার বেশ কয়েকটি অস্ত্রোপচারের দরকার হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আনু মোহাম্মদ টপ নিউজ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর