জন্মদিনে কঠিন আন্দোলনের ডাক দিলেন ড. কামাল
২১ এপ্রিল ২০২৪ ২২:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ০৩:৪৯
ঢাকা: গণফোরামের প্রতিষ্ঠাতা, ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশ আজ কঠিন অবস্থায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং গভীর অন্ধকার থেকে মুক্তি পেতে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।
রোববার (২১ এপ্রিল) ড. কামাল হোসেনের ৮৭তম জন্মদিন পালন উপলক্ষ্যে গণফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন।
ড. কামাল হোসেনকে জন্মদিনের শুভচ্ছো জানিয়ে বক্তব্য দেন বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সায়ীদ খান প্রমুখ।
ড. কামালের জন্মদিন পালন উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলটি সাজানো হয় বেলুন ও ফুল দিয়ে। অনুষ্ঠানের শুরুতেই অ্যাডভোকেট সুরাইয়া বেগম নজরুল সংগীত পরিবেশন করেন। এর পরই গণফোরামের নেতা-কর্মী এবং বামধারার রাজনৈতিক নেতারা ড. কামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর পর ড. কামাল দলীয় নেতা-কর্মী ও উপস্থিত রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ আজ গভীর সংকটে। কঠিন অবস্থার মধ্য দিয়ে চলছে দেশ। জনগণ রাষ্ট্রের মালিক, অথচ তারা আজ দুর্দশায়। এভাবে দেশ চলতে পারে না। দেশের মানুষ এই অন্ধকার থেকে, দুঃশাসন থেকে মুক্তি চায়। আর এই মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং কঠিন আন্দোলনের ডাক দিই।’
অনুষ্ঠানে বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশ এখন গভীর অন্ধকারে। অন্ধাকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে চলে আসে। তাই এখন আমাদের আলোর দিকে অগ্রসর হতে হবে। আলো খুবই কাছে, প্রস্তুতি নিন।’
মাহামুদর রহমান মান্না বলেন, ‘বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য ড. কামাল হোসেনকে প্রয়োজন। ড. কামাল হোসেনের যেকোনো উদ্যোগে নাগরিক ঐক্য সঙ্গে থাকবে।’ শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ড. কামাল হোসেন বাতিঘর।’
সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘ড. কামাল হোসেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলছেন।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম