Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ৩০ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ২১:২৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ০২:১৮

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বৈঠকে বসতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২১ এপ্রিল) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন। সভার আলোচ্যসূচিতে বিভিন্ন দলীয় কর্মসূচি ও সাংগঠনিক আলোচনাসহ ১৭টি বিষয় উল্লেখ করা হয়েছে।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর ২২ জানুয়ারি বৈঠকে বসে আওয়ামী লীগ। ভোটের পর ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে যৌথসভা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা টপ নিউজ বৈঠক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর