Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপদাহ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে

সারাবাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৪ ১৮:১৫

চট্টগ্রাম ব্যুরো: তীব্র তাপদাহের কারণে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে নেওয়া হলেও পরীক্ষা সশরীরে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। শাটল ট্রেন যথানিয়মে চলাচল করবে।

চবি’র সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে নেয়া সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।’

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

ক্লাস অনলাইনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাপদাহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর