Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ২০:৩৬

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসয়ী ছিলেন।

সাফকাতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে নারয়াণগঞ্জে তার নানা বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি ফিরছিলেন সাফকাত। এ সময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরে বাড়ি ফিরেও অতিরিক্ত ঘামে অস্বস্তিবোধ করায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচন্ড রৌদের চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যান তিনি। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবেো সঠিক কারণ জানা যায়নি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নরসিংদী হিটস্ট্রোক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর