Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৬:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার ঠাকুরদীঘি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান সাঈদ (২০) সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন সারাবাংলাকে জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ এপ্রিল দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশে থেকে সিএনজি অটোরিকশা করে তুলে নিয়ে যায় সাঈদ ও তার বন্ধুরা। স্কুলছাত্রীকে চট্টগ্রাম শহরের পাহাড়তলী আব্দুল আলী নগর জেলে পাড়ার একটি বসতঘরে রেখে ১৯ এপ্রিল পর্যন্ত ধর্ষণ করে সাঈদ।

পরে ১৯ এপ্রিল মেয়েটিকে বারইয়ারহাট এলাকায় অসুস্থ অবস্থায় রেখে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাঈদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/আইসি/এমও

ধর্ষণের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর