তাপদাহ: ঢাবিতে ক্লাস চলবে অনলাইনে, পরীক্ষা অফলাইনে
২১ এপ্রিল ২০২৪ ১৪:০৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:০১
ঢাবি: তীব্র তাপদাহের কারণে অফলাইন ক্লাস বন্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিবর্তে অনলাইনে ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
তবে বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষাগুলো অফলাইনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।
সাধারণ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী মোট ক্লাসের ১০ শতাংশ অনলাইনে নেওয়ার নিয়ম রয়েছে। এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে কয়েকটি পরামর্শও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এগুলো হলো— সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা, যথাসম্ভর ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।
সারাবাংলা/আরআইআর/ইআ