Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা লুৎফুল হাবিবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৩:৫৭

লুৎফুল হাবিব রুবেল

নাটোর: জেলার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাদের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

রোববার (২১ এপ্রিল) সকালে এই ঘোষণা দেন লুৎফুল হাবিব রুবেল। এর আগে, শনিবার (২০ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় লুৎফুল হাবিবকে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। একসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ‘কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না’— এ বিষয়ে আগামী ২২ এপ্রিলের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞাপন

লুৎফুল হাবিব রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাদের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে দল যা সিদ্ধান্ত নেবে তাও মাথা পেতে নেব।’

একইসঙ্গে গত ১৬ এপ্রিল দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন লুৎফুল হাবিব রুবেল। তিনি বলেন, ‘মন্ত্রীর শ্যালক হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন একটি নাটক সাজানো হয়েছে।’

এর আগে, গত ১৬ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে অপর প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ এবং মারধর করে তার গ্রামের বাড়িতে ফেলে রাখা ফেলে রেখে আসা হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনের বড়ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে প্রথমে সানোয়ার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুকে গ্রেফতার করে। এর মধ্যে সানোয়ার হোসেন সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে লুৎফুল হাবিব রুবেলের পক্ষে এই অপহরণ ও মারধর করেছেন বলে স্বীকার করেন তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনার পর গত ১৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে যান ডাক তার তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। এ সময় শ্যালক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নাটোর লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা