Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১১:৫৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৩:২৯

ঢাকা: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন বর্ধিত সময় শেষ হবে আগামী ৫ মে।

রোববার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মাউশির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফি দিয়ে আগামী ৭ মে পর্যন্ত ফরম পূরন করার সুযোগ পাবে।

এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে অনলাইনে এইচএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হয়।

সারাবাংলা/জেআর/ইআ

এইচএসসি পরীক্ষা টপ নিউজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর