‘ভারতের গরু চোরাকারবারিরাও দেশপ্রেমিক’
২০ এপ্রিল ২০২৪ ২২:২৮
চট্টগ্রাম ব্যুরো: ভারতের গরু চোরাকারবারিরাও দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ‘চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের গরু চোরাকারবারিরাও দেশপ্রেমিক। ভারত থেকে যে এত গরু আসে, কোনো সময় তারা একটা ষাঁড় কিংবা গাভি পাঠায় না, সবগুলো বলদ পাঠায়। বলদগুলো নির্জীব, প্রজননের ক্ষমতা নেই। গাভি পাঠায় না কারণ, সেগুলো পাঠালে তাদের দেশে পরবর্তী প্রজন্ম তৈরি হবে না, সেখান থেকে আর গরু পাঠানোর সুযোগ থাকবে না। কিন্তু আমরা আমাদের দেশে সেটা মাথায় রাখি না। এগুলো মাথায় রাখতে হবে।’
সবাই মিলে দেশ গড়তে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশ গড়ার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। শুধু সরকার করে দেবে- এ মানসিকতা থাকলে দেশ কখনো এগিয়ে যায় না। দেশ গড়ার ক্ষেত্রে উইম্যান চেম্বার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। কারণ তারা নারীদের প্রতিনিধিত্ব করছে। বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল তারা নারী উন্নয়নে কিছুই করেনি, বরং নারীদের পিছিয়ে রেখেছিল। আজ নারী উন্নয়নে কাজ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা।’
‘বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশে নারীর যে ক্ষমতায়ন হয়েছে, গত ১৫ বছরে সেটি পৃথিবীর সামনে একটি উদাহরণ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের অবস্থান সমগ্র পৃথিবীতে পঞ্চম। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অবস্থান দ্বিতীয় অর্থাৎ অস্ট্রেলিয়ার পরে আমাদের অবস্থান। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার নারী, রেকর্ড সংখ্যক নারী মন্ত্রীসভার সদস্য। এছাড়া আমাদের স্থানীয় সরকার পরিষদে ত্রিশ ভাগ আসন নারীর জন্য সংরক্ষিত।’
মন্ত্রী আরও বলেন, ‘আজ থেকে ১০ বছর আগেও কেউ ভাবেনি জেলার ডিসি, এসপি, ইউএনও নারী হবে। নারী মেজর জেনারেল হয়েছে, নারী হাইকোর্টের জাস্টিস, আপিল বিভাগের জাজও হয়েছে। যারা আজ লম্বা লম্বা কথা বলেন, তারা নারীদের উন্নয়নের জন্য কি করেছিল ?’
অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। গাড়ি পোড়ানোর মামলা হয়েছে। পুলিশ এবং সাধারণ মানুষের ওপর হামলার মামলা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মামলা হয়েছে। এসব মামলায় যারা গ্রেফতার হয়েছেন, তাদের মামলাগুলো আদালতে বিচারাধীন।’
সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘চোরাবালির ওপর দাঁড়িয়ে আছি, এটা আমরা গত ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি। চোরাবালিটা এত শক্ত যে তাদের আরও বহু বছর অপেক্ষা করতে হবে।’
মিয়ানমার জান্তা বাহিনীর যারা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের ২২এপ্রিল নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করবে। সেখানকার পরিস্থিতি, তাদের পরিবহন করে নিয়ে যাওয়া কতটুকু নিরাপদ, সেইসঙ্গে সমুদ্র ও আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ ও শামীমা হারুন লুবনা, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি চেমন আরা তৈয়ব বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/পিটিএম