Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানের তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ২০:০৩

বগুড়া: বগুড়ায় একটি সোনার দোকান থেকে ১০০ ভরিরও বেশি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বগুড়া সদর থানার কয়েক শ’ গজের মধ্যে বগুড়া নিউ মার্কেটের আল তৌফিক জুয়েলার্স নামে সোনার দোকানে এই চুরি হয়।

শনিবার (২০ এপ্রিল) সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি ধরা পড়ে। বগুড়া নিউমার্কেটে আল তৌফিক জুয়েলার্সের ২টি দোকান রয়েছে।

জুয়েলার্স মালিকের ভাই মো. কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার তারা দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। শনিবার সকালে তাদের ম্যানেজার নুরুল ইসলাম ধলু দোকান খুলতে এসে দেখেন শার্টারের সবকটি তালাই ভাঙা এবং শার্টারসহ কলাপসিবল গেট কিছুটা খোলা। তিনি জানান, শো রুমের শেলফে সাজানো সব অলঙ্কারই চুরি হয়ে গেছে। তবে সিন্দুক অক্ষত রয়েছে।

দোকান মালিক নাজমুল জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের পুরোপুরি হিসাব করা যায়নি। তবে এখন পর্যন্ত যে হিসাব তিনি পেয়েছেন তাতে প্রায় ১০৫ ভরি অলংকার চুরি হয়েছে।

বিপুল পরিমান সোনা থাকলেও দোকানের ভেতরের সিসি ক্যামেরার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রাখা ছিলো। শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ এড়াতে দোকান বন্ধের সময় তারা সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ ভিতরে বন্ধ রাখেন।

বগুড়া নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামিম সরকার দ্রুত চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের দাবি জনিয়েছেন।

সারাবাংলা/এমও

স্বর্ণালঙ্কার চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর