চুয়াডাঙ্গায় গরমে অসুস্থ হয়ে বিদ্যালয় কর্মচারীর মৃত্যু
২০ এপ্রিল ২০২৪ ১৭:৪৫
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি জাকির হোসেন (৩৫) গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে তিনি গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।
কুড়ুলগাছী ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান বলেন, “হিট স্ট্রোকে জাকির হোসেন মারা গেছেন কিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎিসকরাই বলতে পারতেন কিভাবে সে মারা গেছে। পথের মধ্যে সে মারা গেলে তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে কারণে ‘হিট স্ট্রোকে’ মারা গেছে এটা বলা যাবে না। তবে গরমে অসুস্থ হয়েই সে মারা গেছে।”
এদিকে, চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। ঘরের জানালায় পর্দা দিয়ে গরম হাওয়া ঠেকানো যাচ্ছে না। কর্মহীন মানুষের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/এমও