Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৭:৩০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরশহ‌রের সালান্দর এলাকায় নিখোঁজের দুইদিন পর পেছন থেকে নিবির (১২) নামে এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই তরুনকে আটক করা হয়েছে।

শ‌নিবার (২০ এপ্রিল) শহ‌রের মাদরাসাপাড়া এলাকার শিশুটির বাড়ির পাশে গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু নিবির ওই এলাকার ওমান প্রবাসী আব্দুল সালাম বাবুলের ছে‌লে। সে স্থানীয় একটি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও নিহত পারিবারিক সূত্রে জানা যায়, গত (১৮ এপ্রিল) বৃহস্প‌তিবার দুপুরে খাবার খে‌য়ে বা‌ড়ির পা‌শে বন্ধু‌দের স‌ঙ্গে খেল‌তে যায় নি‌বির। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। আজ সকাল ৬টায় ‌বাড়ির পাশের গলি থেকে নি‌বির মরদেহ দেখতে পায় তার মা। পরে পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত নিবিরের মা শিল্পী বেগম বলেন, আলিফ আমার ছেলেকে গেম দেওয়ার নাম করে তিন হাজার টাকা নিয়েছিল। সেটা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর আগে থেকে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলিফ ও লিখন নামে দুই তরুণকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/ইআ

শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর