Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরতে হবে না

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৬:১১

ঢাকা: দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরতে হবে না।

শনিবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আলোচনার পর আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এই নির্দেশনা ২১ এপ্রিল হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।’

এর আগে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্তে বলা হয়, তীব্র তাবদাহের কারণে বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করতে হবে না।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী তাপপ্রবাহ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর