‘সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি করতে চাই’
২০ এপ্রিল ২০২৪ ১৬:০২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৮:১৪
ঢাকা: সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, আজ মন্ত্রিসভায় শপথ নেওয়ার ১০০তম দিন। এদিন মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবে মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে চাই।
শনিবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টাস অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।
মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, ‘সঠিক তথ্য প্রদান করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তথ্য দেওয়ার ক্ষেত্রে দেশে কিছুটা অনীহা রয়েছে, তথ্য চাওয়া হলে তথ্য দিতে হবে। এজন্য মন্ত্রীসহ প্রশাসনের সবাইকে তথ্য দেওয়ার জন্য কাজ করছি। কারণ তথ্য না থাকলে অপপ্রচারের সুযোগ তৈরি হয়।’
অসত্য তথ্য দিয়ে যারা সরকারের সমালোচনা ও অপপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সংখ্যা ২১৩ টি রয়েছে রয়েছে। আর আবেদনহীন অনলাইন বন্ধ করা হবে। পত্রিকার অনলাইনসহ বর্তমানে ৪২৬টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।
তিনি আরও বলেন, ‘আরও বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে সবগুলো অনলাইনের নিউজ পোর্টালের একটি তালিকা করা হয়েছে। নিবন্ধন ও আবেদনের বাইরে থাকা অনলাইনগুলো বন্ধ করতে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে। চটকদার ও মিথ্যা সংবাদ প্রচার করা এসব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের জন্য সাংবাদিকদের পক্ষে থেকে দাবি করা হয়েছিল।’
অনুষ্ঠানে শুরুতে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষে থেকে ক্রাস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
সারাবাংলা/জেজে/এনএস
টপ নিউজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত