Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরের জন্য ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা বিশ্বব্যাংকের

স্পেশাল করেসপন্টেন্ড
২০ এপ্রিল ২০২৪ ১৩:৫৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৭:০০

ঢাকা: আর্থিক খাত সংস্কার ও উন্নয়নে আগামী ১০ বছরের জন্য ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা করেছে বিশ্বব্যাংক। সদস্যভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশও এই ফান্ড থেকে অর্থ পেতে পারে। এই ৭০ বিলিয়ন ডলারের মধ্যে ১১টি দেশে ১১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

শুক্রবার (১৯ এপ্রিল) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, বাসযোগ্য পৃথিবী নতুনভাবে সাজাতে এই ফান্ড ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানো এবং বিশ্বব্যাংক গ্রুপ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। ঝুঁকি মোকাবিলায় নতুন আর্থিক উপকরণগুলো একটি উল্লেখযোগ্য অনুমোদন পেয়েছে।

প্রতিশ্রুত সংস্থানগুলো জরুরিভাবে প্রয়োজনীয় তহবিলে ৭০ বিলিয়ন ডলার পর্যন্ত সরবরাহ করতে পারে, যা আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, আমরা এই নতুন আর্থিক তহবিল তৈরি করতে কঠোর পরিশ্রম করেছি, যা আমাদের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াবে। দাতাদের তহবিলকে বহুগুণ বৃদ্ধি করে শেষ পর্যন্ত আমাদের আরও বেশি মানুষের জীবনকে উন্নত করতে পারবে। দাতা দেশগুলোর উদারতায় আমরা ব্যাংকের সংস্কার করছি। বিশ্বব্যাপী উন্নয়নের নানা চ্যালেঞ্জ ভাগ করছি।

সারাবাংলা/জিএস/আইই

টপ নিউজ বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর