হাতিরঝিল লেক থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১২:৩০
২০ এপ্রিল ২০২৪ ১২:৩০
ঢাকা: রাজধানীর হাতিরঝিলের লেকের পানি থেকে রবিন (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে বাড্ডা পুলিশ প্লাজার পেছনে লেকের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসাআই) মেহেদী হাসান খান জানান, ওই যুবকের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে লেকের পানিতে ডুবে মারা গেছেন ওই যুবক। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, সিআইডি ক্রাইমসিন ইউনিট তথ্য প্রযুক্তির মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে রবিনের যুবকটির পরিচয় শনাক্ত করেছে। মৃত রবিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।
সারাবাংলা/এসএসআর/এনইউ