Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ইন্টারনেটে ধীরগতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১২:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৩:৫৩

ঢাকা: দেশের ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) মাঝ রাত থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এক ঘণ্টা বন্ধ থাকার কথা বলেছিল বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল (সিমিউই ৫) রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় দেশের ইন্টারসেবায় বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞাপন

তবে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ধীরগতির ইন্টারনেট লক্ষ্য করা গেছে। এই অবস্থা আরও দীর্ঘায়ত হতে পারে বলে জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক।

সারাবাংলাকে তিনি বলেন, দেশে ৪০ শতাংশ ব্যান্ডউইথ ডাউন। বলা হচ্ছে, ঠিক হতে তিন থেকে চার দিন লাগতে পারে। তবে আমার মনে হয় এক সপ্তাহের আগে ঠিক হবে না।

সারাবাংলা/ইএইচটি/আইই

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর