Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের বিচারকালে আদালতের বাহিরে মার্কিন নাগরিকের গায়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১১:২৫

ম্যাক্সওয়েল আজারেলো, ছবি: বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতের বাইরে ম্যাক্সওয়েল আজারেলো (৩৭) নামে এক ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে-অর্থ লেনদেনর মামলার শুনানিকালে গায়ে আগুন দেন তিনি। পুলিশ জানিয়েছে, গায়ে তরল পদার্থ ঢালার আগে ষড়যন্ত্র-তত্ত্বের পাম্পলেট আকাশে ছুড়ে মারেন তিনি। তবে তার গায়ে আগুন দেওয়ার কারণ জানা যায়নি। খবর বিবিসি।

শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আদালতের ভিতরে বিচারকদের সামনে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ছিল। এ ঘটনার পর পর সেখান থেকে চলে যান তিনি।

বিজ্ঞাপন

জরুরি কর্মকর্তারা জানান, এ ঘটনায় আদালতের নিরাপত্তা লঙ্ঘন করা হয়নি। বিচারকদের বিকল্প বেঞ্চ এই শুনানি সম্পন্ন করেন। বিরতি দিয়ে বিকেলে আবারও বিচার কাজ শুরু হয়।

তদন্তকারী কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টার দিয়ে ৯১১ নম্বরে একটি জরুরি কল পান তারা। সেখানে বলা হয়, একজন ব্যক্তি নিজে গায়ে আগুন দিয়েছেন। দগ্ধ ব্যক্তি ম্যাক্সওয়েল আজারেলো বলে শনাক্ত করা হয়েছে। তিনি গত সপ্তাহে ফ্লোরিডার নিজ বাড়ি থেকে নিউইয়র্কে এসেছিলেন। নিউইয়র্কে তার কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই। এছাড়া ফ্লোরিডায় তার পরিবার জানতেন না যে, আজারেলো নিউইয়র্কে এসেছেন।

নিউইয়র্কের পুলিশ প্রধান জেফরি ম্যাড্রে জানান, দাহ্য পদার্থ ও পাম্পলেটের একটি ব্যাগ নেওয়ার আগে পার্কে আজারেলোকে ‘এদিক ওদিক ঘুরতে’ দেখা গেছে। পাম্পলেটগুলো ‘প্রচারের জন্য’ ছিল, এটি একটি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কিত ছিল।

বিজ্ঞাপন

বিচার কাজ চলার কারণে আদালতের বাইরে ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। অগ্নিকাণ্ডের পর কর্মকর্তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্রের জন্য চিৎকার করে পার্কের দিকে ছুটে যায়। এসময় আজারেলোকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয়, তার শরীরের অনেকাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর